সাতক্ষীরার কুমিরা বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে ১০টি দোকন পুড়ে ভস্মীভূত হয়েছে। এত ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষাধিক টাকা। পাটকেলঘাটা বাজারে কুমিরা বাজারে আজ সকালের দিকে এ আগুনের সূত্রপাত হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, কুমিরা রামপ্রসাদের দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর তার দোকান থেকে পার্শ্ববর্তী দোকান থাকায় পরপর ১০টি দোকন পুড়ে ভস্মীভূত হয়। এতে ব্যাবসায়ীদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার