কিশোরগঞ্জে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকদিন ধরে চলা সংঘর্ষের সাথে জেলা ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগ নেতারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, জেলা শহরের বটতলা এলাকায় অবৈধভাবে দুটি আন্ত:জেলা সিএনজি স্ট্যান্ড চালু রয়েছে। এর আধিপত্য নিয়ে গত কয়েকদিন ধরে হারুয়া ও গাইটাল এলাকার কিছু দুর্বৃত্তের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এর ফলে সরকারি গুরুদয়াল কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট, ব্যবসায়ীদের ক্ষতি ও সাধারণ মানুষ আতংকে রয়েছে।
সংবাদ সম্মেলনে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ এবং সংঘর্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন, সহ সভাপতি ওয়ালীউল্লাহ, সৈয়দ মুনিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফয়সাল, শামীম আহমেদ সানী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুনায়েদ, মাহমুদুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন