ধামরাইয়ের বালিথা এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এসআই কামরুল, এএসআই জুয়েল রানা গোপন সংবাদের ভিত্তিতে বালিথা এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালীন সময়ে অভিনব কায়দায় বেলিশ্বর এলাকায় ফাঁদ পেতে অভিনব কায়দায় অপেক্ষায় থাকে পুলিশ। অতঃপর নূরুল ইসলাম তার স্ত্রীর কাছ থেকে ইয়াবার চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। এর মধ্যে রাস্তার ফাঁদ পেতে থাকা পুলিশ তাৎক্ষণিক নূরুল ইসলাম (৪৮) ও তার স্ত্রী আনোয়ারা (৩৯) কে গ্রেফতার করে। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কারণে একই গ্রামের মৃত শাহজাহানের ছেলে লাবলু (৪৫) কে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে এএসআই জুয়েল রানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ গোপন সংবাদের ভিত্তিতে শুনে আসছিলাম এই ইয়াবা ব্যবসায়ীদের কথা অবশেষে অভিনব কায়দায় ফাঁদ পেতে তাদেরকে পাঁচশ' পিসছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন