বরিশালে আয়কর মেলার শেষ দিন মঙ্গলবার উপচে পড়া ভীড় ছিলো। এবার আয়কর আদায়ের পরিমাণ বিগত যে কোন সময়ের চেয়ে বেড়েছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৭দিনব্যাপী মেলার শেষ দিন মঙ্গলবারও সকাল ১০টায় শুরু হয় আয়কর মেলা। এবারের মেলায় ৬ষ্ঠ দিন পর্যন্ত ৪ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৯৮ টাকা কর আদায় হয়েছে। গত বছর এই সময় পর্যন্ত জমা আদায় হয়েছিলো ৩ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩শ’ ৫৯ টাকা।
বরিশালে এবার ৬ষ্ঠ দিন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৮ হাজার ২৭৬জন। গত বছর ৬ষ্ঠ দিন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছিলো ৫ হাজার ১শ’ ৫৪জন।
সব কিছু মিলিয়ে এবার আয়কর মেলায় রিটার্নদাখিলকারী এবং আয়কর আদায়ের পরিমান বেশী। চলতি অর্থ বছরে বরিশাল অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৪শ’ ৩৫ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারনা করছেন বরিশালের কর কমিশনার মো. জাহিদ হাছান।
বিডি প্রতিদিন/ ৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান