সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে নেত্রকোনায় সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অর্ধদিবস কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর শহরের নাগড়া সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মবিরতি পালন শেষে সড়ক বিভাগ কার্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভে জেলার কর্মরত সকল শ্রমিক কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় মাষ্টার রোল কর্মচারীদের জাতীয় বেতন স্কেলভুক্তকরণসহ ৭ দফা দাবি জানান তারা।
এসময় ৭ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির আহ্বায়ক আইয়ূব আলী, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, সাবেক সভাপতি হাছেন আলী, সদস্য একেএম মাহমুদুল হাসান, সামিউল হক সোহাগ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার