বর্তমান সরকারের সাড়ে ৩ বছরের অর্জন ধরে রাখতে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবার আহবান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। আজ জামালপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে জামালপুর জেলায় মেডিকেল কলেজ, কালচারাল ভিলেজ, ফ্লাইওভার, টেকনিক্যাল কলেজসহ যেসব উন্নয়ন কাজ চলমান রয়েছে তা দ্রুত সম্পন্ন করতে হবে। আগামী জুনের মধ্যে এসব কাজ শেষ করতে হবে। এছাড়া যেসব উন্নয়ন প্রকল্প পাইপ লাইনে রয়েছে সেগুলোর কাজও এই সরকারের মেয়াদে শুরু করতে হবে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জেলার চেহারা পাল্টে যাবে। মানুষ যাতে এই উন্নয়নের সুফল ভোগ করতে পারে সেজন্য কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করতে হবে। কাজে কোন ধরণের গাফেলতি মেনে নেয়া হবেনা। প্রয়োজনে জামালপুরের মানুষের স্বার্থে কর্মকর্তাদের নিজেদের প্রাপ্য ছুটি সেক্রিফাইস করার অনুরোধ জানান তিনি। প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ, এলজিইডি, গণপূর্ত, সড়ক ও জনপথ, পিডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও অবহিত হন। এছাড়া তিনি দ্রুত মেলান্দহ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন করতেও কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় প্রতিমন্ত্রী রেলওয়ের টিকেট কালোবাজারী বন্ধ ও শহরের যানজট নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহনের জন্যও প্রশাসনের প্রতি নির্দেশ দেন। টিকেট কালোবাজারী বন্ধে প্রশাসনকে কঠোর হবার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমার দলেরও কেউ যদি এর সাথে যুক্ত থাকে তাকেও কোন ছাড় দিবেন না।
প্রতিমন্ত্রী বলেন, আমার প্রিয় জেলা জামালপুরের উন্নয়নে আমি সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি। এজন্য সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে এগিয়ে আসতে হবে। কোথায় কি প্রয়োজন আমাকে জানান। সেটা আদায় করতে আমি সাধ্যমতো চেষ্টা করবো।
প্রতিমন্ত্রী আরো বলেন, পাটের হৃতগৌরব ফিরিয়ে আনতে আমি সাধ্যমতো কাজ করছি। এজন্য বীজের ক্ষেত্রে আমদানী নির্ভরতা কমাতে মানসম্পন্ন বীজ উৎপাদনে গবেষণার উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, পৌর মেয়র সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন ডা. মোশায়েরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী জামালপুরের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের নামকরণের জন্য দেশের কৃতিসন্তান ও শহীদ মুক্তিযোদ্ধের নাম প্রস্তাব করলে তা গৃহিত হয়।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল