মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীকে বিভিন্ন পত্রিকায় ভুয়া মুক্তিযোদ্ধা বলায় প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহ মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুল হক চিশতী। তাকে ভুয়া বলার প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ময়মনসিংহ মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড।
লিখিত বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন অভিযোগ করেন, একটি মহল মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীকে সামাজিকভাবে হেয় করতে ভুয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে। এর প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউল হক, সাজ্জাদ হোসেন, মোজাম্মেলন হক প্রমুখ।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৭/ফারজানা