নওগাঁ জেলা প্রেসক্লাবে ভাংচুর, অগ্নিসংযোগ ও সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নওগাঁয় কর্মরত সাংবাদিকরা। আজ মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা হামলাকারী আজাদ হোসেন মুরাদসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেডিওর নওগাঁ প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার প্রতিনিধি নবির উদ্দীন, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমদাদুল হক সুমন, নিউজ২৪, পরিবর্তন ডটকম ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক বাবুল আখতার রানা, এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয়, এটিএন বাংলা ও এটিএন নিউজের রায়হান আলম, সময় টিভির এমআর রকি, বাংলাভিশন ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, প্রথম আলোর ওমর ফারুক, জিটিভির আব্দুর রউফ পাভেল, ডিবিসি নিউজের নাজমুল হুদা, মোহনা টিভির প্রতিনিধি মাহামুদুন নবী বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।মানববন্ধনে প্রেসক্লাবের সকল সদস্য ও সুশিল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত রবিবার বিকেল ৩টায় আজাদ হোসেন মুরাদের নেতৃত্বে ১০/১২জন হামলা চালিয়ে প্রেসক্লাবের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসব কাজে বাধা দিতে গেলে প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসসের) প্রতিনিধি কায়েস উদ্দীনকে মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৭/ফারজানা