নিখোঁজের সাত মাস পর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশিক হাসান হৃদয় (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হৃদয় ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে এবং সে জগন্নাথপুর সোবানিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সকালে জগন্নাথাপুর এলাকার একটি সাবানের ফ্যাক্টরির সীমানা প্রাচীর ভেঙে যাত্তয়ায় পুনরায় নিমার্ণ করার জন্য কয়েকজন শ্রমিক মাটি খুঁড়ছিলেন। এসময় জিন্স প্যান্ট পরিহিত একটি ছেলের পঁচে প্রায় কঙ্কাল হয়ে যাওয়া মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার ও ছেলেটির পরিবার গিয়ে মরদেহটি সনাক্ত করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার