পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের পার্বতীপুরে এক ফিলিং স্টেশনের ট্যাংকলরির ভিতর থেকে আল আমিন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দিনাজপুরের পার্বতীপুর শহরের বাইরে বার্মা ফিলিং স্টেশন থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
আল আমিন পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় মোঃ আবছার আলীর ছেলে।
পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ হাবিবুল ইসলাম প্রধান বলেন, সোমবার রাত ৯টার দিকে আল আমিন পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের বার্মা ফিলিং স্টেশনের একটি ট্যাংকলরি পরিষ্কার করতে যায়। এসময় হয়তো ট্যাংকলরির ভিতরে অক্সিজেন অভাবে মারা যেতে পারে। সে এর আগেও এ কাজ করেছে।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল