হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় ট্রাক চাপায় মিষ্টি খাতুন (৬০) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। সে সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের হোসেন আলীর স্ত্রী। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জআব্দুল কাদের জিলানী জানান, মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মহাসড়কের চড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক বৃদ্ধা মিষ্টি খাতুনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। লাশ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল