নওগাঁয় ভাই হত্যা মামলায় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ২য় বিচারক মোঃ মুজিবুর রহমান এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামি হলেন জেলার পত্নীতলা উপজেলার আমলাই গ্রামের মৃত আইজ উদ্দীন মন্ডলের ছেলে আইজুল হক (৫০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ওই উপজেলার আমলাই গ্রামের মৃত আইজ উদ্দীন মন্ডলের ছেলে আইজুল হক ও সিরাজুল হকের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০০১ সালের ২রা সেপ্টেম্বর আনুমানিক ৬ টার সময় সিরাজুল প্রকৃতির ডাকে সারা দেয়ার জন্য বাহির হলে আঙ্গিনার মধ্যে তার ভাই আইজুল তার পথরোধ করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দ্বারা সিরাজুলের মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে।
সিরাজুলের স্ত্রীর চিৎকারে অপর ভাসুর আবেজ উদ্দীন ও তার স্ত্রী আফরোজা বেগম ঘটনাস্থলে আসলে আসামি আইজুল লাঠি দ্বারা এলাপাথারী মারপিট করে জখম করে। প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করলে সিরাজুল ও আবেজ উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল মারা যায়। পরে তার স্ত্রী বাদী হয়ে মামলা করলে আদালত আজ এ রায় দেন। মামলাটিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি এ্যাডঃ মোজাহার আলী এবং আসামি পক্ষের আইনজীবী এ্যাডঃ সিরাজুল ইসলাম।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল