বরিশালের বানারীপাড়ায় জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে নকল সরবরাহ করার সময় দুই জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. এমরান হোসেন ও সবুজ।
বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন, বানারীপাড়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশের চোখফাঁকি দিয়ে এমরান হোসেন ও সবুজ হলের মধ্যে নকল সরবরাহ করার চেস্টা করে। এ সময় তাদের দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর