কেন্দ্রীয় জাসদের (আম্বিয়া-নাজমুল) সাধারণ সম্পাদক সাংসদ নাজমুল হক প্রধান বলেছেন, 'জিয়া স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছেন'। সিপাহী জনতার অভ্যুত্থান দিবস ও মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তি দিবস উপলক্ষে আজ বিকেলে পঞ্চগড় জেলা সদরের মাগুড়া ইউনিয়নের আয়মা ঝলই হরি মন্দির (বটতলা) মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট কিছু সংখ্যক উচ্চ বিলাসী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ক্যান্টনমেন্টের অভ্যন্তরে ক্যু-পাল্টা ক্যুর খেলায় মেতে উঠে। পরবর্তীতে সেনা কর্তকর্তাদের দ্বারা ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। সেনাবাহিনীর মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে জিয়াউর রহমানকে বন্দি করে তারা। কর্ণেল তাহের সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করেন মহান সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে। পরবর্তীতে জিয়াউর রহমান তার খায়েশ পূরণ করার জন্য কর্ণেল তাহেরকে গ্রেফতার করে প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে হত্যা করে। খল নায়ক জিয়াউর রহমান মুক্ত হয়ে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য সায়খুল ইসলাম, পঞ্চগড় জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ ।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল