গোমতীর নদীর চর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় কয়েক শত একর ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কয়েকশত কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাটি কাটার প্রতিবাদে তাদের নদীর গর্ভের বিলীন হয়ে যাওয়া জমির পাশে কৃষকেরা মানববন্ধন করেন।
মঙ্গলবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া গ্রামের কয়েকশত কৃষক এই মানববন্ধন করেন। এসময় ভূমিদুস্যরা ড্রেজার নিয়ে মাটি কাটার জন্য আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।সংবাদ পেয়ে বুড়িচং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, শামসুল হক মেম্বার, পারভেজ আহম্মেদ চৌধুরী, ফরিদ উদ্দিন দারোগা, খোরশেদ আলম, ডাঃ আব্দুস সালাম, অধ্যক্ষ রুহুল আমিন, নুরুল ইসলাম, শাহ আলম সর্দার, মিজান, রিপন, সুলতান আহম্মেদ, হাজী আনু মিয়া, জসিম উদ্দিন,ফুল মিয়া, মোমিনুল ইসলাম পুলিশ, মোসলেম মিয়া ও ফুল মিয়া প্রমুখ।
এই ব্যাপারে হাফেজ আহম্মেদ চৌধুরী ও ফরিদ উদ্দিন বলেন, আমরা ও গ্রামের অধিকাংশ পরিবার এখানে কৃষি ফসলের উপর নির্ভরশীল। গোমতীর নদীর চর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় কয়েক শত একর ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, এবিষয়ে মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর