জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পপনের পরিচালনায় আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা ও লাভলী রহমান, জিয়া পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, অ্যাডভোকেট শেখ মকলেছুর রহমান, মীর্জা সেলিম রেজা। সভার আগে জেলা কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল