নাটোরের দত্তপাড়া ব্রিজের নিচ থেকে উদ্ধারকৃত সেই মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম বাবলু শেখ (৪৮)। তিনি সদর উপজেলার মোকরামপুর গ্রামের আনোয়ার হোসেন দুলুর ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার সময় দত্তপাড়া ব্রিজের নিচ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলালউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাবলু শেখ ট্রাক শ্রমিক ইউনিয়নের একজন স্থানীয় সদস্য। প্রতিদিনের মত সোমবার সকালে তিনি সংগঠনের টোল আদায়ে দত্তপাড়া বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফেরেননি।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দত্তপাড়া ব্রিজের নিচে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে বাবলু শেখ বলে শনাক্ত করেন।
তিনি আরও জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কি কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর