বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ নভেম্বরের ভাষনকে ইউনেস্ক কর্তৃক স্বীকৃতি দেয়ায় ঝালকাঠিতে আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টার সময় আনন্দ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ করে বারচালায় এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আ’লীগ সভাপতি আ. রশিদ, শহর আওয়ামীলী সাধারন সম্পাদক চেম্বর সভাপতি মাহবুবুর রহমান, সহ-সাধারন সম্পাদক মেজবাহ উদ্দীন শাহিন, সোয়েবুর মোর্শেদ সোহেল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল