‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে আইডিইবি’র মাদারীপুর জেলা শাখা কার্যালয় থেকে একটি বণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আইডিইবি’র মাদারীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, চাকুরী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ সময় মাদারীপুরে কর্মরত বিভিন্ন বিভাগের প্রকৌশলী, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তরা, সরকারের উন্নয়নে নিজেদের সুদৃঢ় অবস্থানকে তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৭/মাহবুব