বগুড়া জেলার নন্দীগ্রামে অভিযান চালিয়ে জেএমবি’র শুরা সদস্য দক্ষিণ অঞ্চল প্রধান আবু সাঈদ ওরফে কারিম ওরফে তালহা ওরফে শ্যামলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দিবাগত গভীর রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ হেড কোয়ার্টারের গোয়েন্দা পুলিশ যৌথ অভিযোন চালিয়ে উপজেলার ওমর এলাকা থেকে তাকে আটক করে।
এ সময় তার হেফাজতে থাকা একটি নাইনএমএম পিস্তল, ম্যাগাজিন, আটটি গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব