মাগুরা সদর উপজেলার শিমুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম সমীর সাহা, বয়স ৫০ বছর। এতে আহত হয়েছেন আরও ১৯ জন। শুক্রবার রাতে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার সরোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া এলাকায় একটি বাস স্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহী একটি গ্রামবাংলাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় গ্রামবাংলাটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।
তিনি আরও জানান, এতে চালকসহ গ্রামবাংলায় থাকা ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে সমীরসহ ১৬ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর এদের মধ্যে সমীর মারা যান। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত সমীর সাহার বাড়ি মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ