গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি সুতার কারখানায় জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকায় বেলকুচি স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে।
আহতরা হলেন - কারখানার সহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া (২২) ও তার সহকারী মো.সাইফুল ইসলাম (৩০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন ধরে দ্রুত জেনারেটর কক্ষে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/হিমেল