ঝিনাইদহের মহেশপুরে শনিবার দুপুর ১২টায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১১তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জউদ্দিন হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুমার কুন্ডু, পৌর যুবলীগের আহবায়ক সেলিম রেজা।
এ ছাড়াও উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ১২টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন