হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার এলাকা থেকে হত্যা চেষ্টার মামলার পলাতক আসামি সুমন মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। শুক্রবার রাত সাড়ে ১১টায় শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আজ সকালে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সুমন নবীগঞ্জের কামারগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, সুমন মিয়া গ্রেফতার এড়ানোর লক্ষে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় হত্যা চেষ্টা ও চুরির মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/হিমেল