নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দিনব্যাপী উপজেলা কোর্টমাঠে পিঠা উৎসব হয়েছে। পিঠা উৎসবের উদ্বোধন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহধর্মিনী আরিফা জেসমিন কনিকা।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিঠা উৎসবে ১০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। স্টলগুলোতে প্রায় শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার