মাদারীপুর শহরের শকুনি লেকের পশ্চিম পাড়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের জন্য নির্মিত বিল্ডিংয়ের ছাদের রেলিং ভেঙে নির্মাণ শ্রমিক সবুজ মুন্সীর (২২) মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ মুন্সী রাজবাড়ীর আলীপুর ইউনিয়ের বারবাগপুর গ্রামের সরোয়ার হোসেন মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের জন্য নির্মিত বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ছাদের রেলিংয়ের নিচে বসে কাজ করছিল সবুজ মুন্সী। হঠাৎ করে রেলিং তার ওপরে ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, রেলিংয়ে রড, সিমেন্ট কম দেয়ার কারণে রেলিং ঢালাইয়ের মাত্র দুই মাসের মধ্যে ভেঙে পড়তে পারে।
বিষয়টি অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রবিন চৌধুরী বলেন, শ্রমিকের মৃত্যুর ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। ডিজাইনার যেভাবে কাজ করতে বলেছে আমরা ঠিক সেভাবেই ভবনের কাজ করছি। রড কম দেয়ার প্রশ্নই ওঠে না।
সড়ক বিভাগের সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার আ. হামিম বলেন, যদি কাজে কোন গাফলতি হয়ে থাকে তবে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো। তবে ভবনটি যেহেতু আমরাই ব্যবহার করবো, তাই সর্বোচ্চ ভালো করার চেষ্টা করছি।
এ ব্যাপারে জানতে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ঢাকায় ট্রেনিংয়ে রয়েছেন বলে অফিস সূত্রে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/আরাফাত