সাভারে বাড়ি দখল করতে না পেরে মুকুল হোসেন (৩৮) নামের এক রাজমিস্ত্রীর বাম পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ আজ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে বাবুল নামের একজনকে আটক করেছে। এর আগে রবিবার রাতে স্থানীয় সন্ত্রাসী আওয়াল, বাবুল, রামা, মনজু হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ওই রাজমিস্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে জখম করে। এছাড়াও ওই বাড়ির প্রায় ২০টি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।
রাজমিস্ত্রীর পরিবার ও পুলিশ জানায়, রাজমিস্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় তাদের নিজ বাড়িতে বসবাস করেন। তবে বেশ কয়েকমাস যাবৎ স্থানীয় আওয়ালের সন্ত্রাসী বাহিনী তাদের বাড়িটি বিক্রি করে এখান থেকে উচ্ছেদ করার জন্য পায়তারা করছে। তবে রাজমিস্ত্রীর পরিবার বাড়ি বিক্রি করতে অপরাগতা প্রকাশ করে। এর পর থেকেই সন্ত্রাসীরা তাদের পরিবারের সদস্যদের প্রায়ই মারধর করতেন। এদিকে রবিবার রাত ১২টার দিকে আওয়াল দেশীয় অস্ত্রসহ ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা রাজমিস্ত্রীর বাড়ির ২০টি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা মকবুল হোসেনকে কুপিয়ে জখম করে তার বাম পায়ের রগ কেটে দেয়। এছাড়াও তার পরিবারের আরো ৬ সদস্যকে কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার দায়ে বাবুল নামের এক সন্ত্রাসীকে আটক করতে গেলে আওয়ালের সন্ত্রাসী বাহিনী পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌছে ওই সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে।
এছাড়াও গুরুত্বর আহত অবস্থায় রাজমিস্ত্রীকে ওই বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার