সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট নিরসনসহ অবিলম্বে এ্যানেসথেসিয়া,গাইনী, চক্ষু, কনসালটেন্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। তালা প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১১টায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ জন ডাক্তারের পদ থাকলেও আছে মাত্র ৬ জন। তারমধ্যে অনেকেই আছেন ডেপুটিশনে আবার কেউ রয়েছেন প্রশিক্ষণে। বর্তমানে হাসপাতালটিতে নেই কোন বিভাগীয় অভিজ্ঞ ডাক্তার কিংবা সার্জন,এ্যানেসথেসিয়া,গাইনী, চক্ষু, কনসালটেন্ট ও মেডিসিন বিশেষজ্ঞ।
ফলে হাসপাতালে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। গুরুতর অসুস্থ্য রোগী এলে তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি বিকল থাকায় রোগীদের ছুটতে হয় বাহিরে কোন প্রাইভেট ক্লিনিক অথবা সাতক্ষীরা কিংবা খুলনায়। এ সকল নানাবিধ দৈন্যদশার ফলে তালাবাসীর স্বাস্থ্য সেবা এখন হুমকির মুখে।
বিডিপ্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান