মাগুরা শহরের এম অর রোডে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ দোকানগুলোতে চুরি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
রাতে এজি একাডেমী মার্কেটে মোল্যা স্টোর, সোনালী ব্যাংকের সামনে একটি ফ্লেক্সির দোকান, ধানসিড়ি অফসেট প্রেস, অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি মুদি দোকানে এ চুরি সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, নগদ টাকা ও সিগারেট বেশি চুরি হয়েছে। সব দোকান মিলে প্রায় ২ লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে জানাগেছে। গত ৩দিন আগে একই সড়কে রঞ্জন লাইব্রেরীতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার