ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তার ওপর গাছ ফেলে যানবাহনে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় ও মারধরে বাস চালক ও যাত্রীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন ডাকাতির চেষ্টা হয়েছিল স্বীকার করে বলেন, সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এসময় তিনি হামলা ও লুটপাটের ঘটনা অস্বীকার করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন