বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী মেঘনা পরিবহন নামে ওই বাসে তল্লাশি চালিয়ে ৭টি কার্টনে বোঝাই ওই জাটকা উদ্ধার করে। তবে জাটকা সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গৌরনদী মডেল থানার এসআই মো. সগির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী মেঘনা পরিবহন নামে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাসের মধ্যে রাখা ৭টি কার্টনে বোঝাই প্রায় ২০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন এসআই সগির।
বিডি প্রতিদিন/এ মজুমদার