ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাজিদ পাঠান (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহাসড়কের বগার বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজিদ পাঠান ভালুকা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মাহবুবুল আলম তারু পাঠানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই এসএসসি পরীক্ষার্থী মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজারের একটি পাম্প হতে মহাসড়কে উঠার সময় টানিং নেওয়ায় মুহূর্তে অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল