গ্রামীণ জনপদকে ইউনিয়নের সাথে সম্পৃক্ত করতে এবং নিজ দ্বায়িত্বে ট্যাক্স প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে প্রথম বারের মত নেত্রকোনায় ইউনিয়ন পর্যায়ে অনুষ্টিত হয়েছে কর ও সেবা মেলা ২০১৮।
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থপনায় ইউরোপীয়ান ইউনিয়ন ও হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানীর সহযোগীতায় পরিষদ চত্বরে দুই দিনব্যাপী কর ও সেবা মেলার আয়োজন করা হয়। সোমবার বিকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মেলায় ইউনিয়নের মোট ৩৭৫ জন কর দাতা স্ব-ইচ্ছায় কর প্রদান করেন। এতে এক লাখ ২৫ হাজার টাকা কর আদায় হয়েছে।
মেলা উপলক্ষে কর ও বিভিন্ন সরকারি সেবা বিষয়ে ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের অংশগ্রহণে গত সোমবার বিকালে আলোচনা সভার মাধ্যমে মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনীতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, স্বপন পাল, মোঃ বাবুল আজাদ প্রমুখ।
এতে আমহারা ন্যাশনাল রিজিওনাল কাউন্সিলের স্পিকার ইয়ার্সো তামেরী এসকোজিয়া ও ইথিওপিয়াসহ ১০ জনের বিদেশি একটি টিম মেলা পরিদর্শন করেন। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় সদর উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের ৯টি সেবা বিষয়ক স্টল অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন