চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবারও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে মাইজভান্ডার হক মঞ্জিল এলাকার সুইপার কলোনির একটি টয়লেট থেকে আরমান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের ভেতরে বসা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তার গলায় ছিল কালো দাগ, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত আরমান কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। তার বাবার নাম কামাল। ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই লেলাং ইউনিয়নের লালপুল এলাকায় খাল থেকে নিখোঁজের ১১ দিন পর রিকশাচালক সন্তোষ নাথের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা ছিল। স্থানীয়দের ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
এছাড়াও গত ১৮ জুলাই, নাজিরহাট পৌরসভার দিঘীর পাড় এলাকায় একটি পুকুর থেকে মো. এনাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, মরদেহটি জলে ভাসছে। এনিয়েও সন্দেহ রয়েছে এটি স্বাভাবিক মৃত্যু নাকি, পরিকল্পিত হত্যাকাণ্ড।
বিডি প্রতিদিন/এমআই