বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের বিরুদ্ধে সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
জেলা বিএনপির সহ-সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ প্রমূখ।
সমাবেশে বক্তরা বলেন, অচিরেই বেগম জিয়াকে কারামুক্ত করা হবে অঙ্গিকার করে সকলকে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানান নেতৃবৃন্দরা। এসময় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন