খাগড়াছড়ি রামগড়-ফেনী সড়কের বড়বিল এলাকায় পিকআপের চাকায় পৃষ্ট হয়ে আব্দুল কাদের (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি ফটিকছড়ির হেয়াকোর বাংলাপাড়ার দুলাল মিয়ার ছেলে এবং পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
জানা গেছে, আজ ফেনী সড়কের বড়বিল এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে আব্দুল কাদের রাস্তায় ছিটকে পড়ে পিকআপের চাপায় ঘটনাস্থলে নিহত হয়।
নিহত কাদের গার্ডের দোকান এলাকার শ্বশুরবাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে হেয়াকো যাচ্ছিল। দুর্ঘটনার পর চালক পিকআপটি রেখে পালিয়ে যায়। পরে ফটিকছড়ির দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল