যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে বেনাপোল আইসিপি প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মৃত কাওছার আলীর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), ঢাকার মিরপুরের খবির উদ্দীনের ছেলে শহিদুর রহমান (৫২), নারানগঞ্জের ফতুল্লা থানার আইয়ুব আলীর স্ত্রী শাহেদা বেগম (৩৮), চাঁদপুরের মতলত উপজেলার মৃত টিটু বোকাউলের ছেলে নজরুল ইসলাম (৪১) ও আব্দুল মান্নান খানের ছেলে জুয়েল খান (৩২)।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল আইসিপি টহল কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব তালুকদারের নেতৃত্বে বিজিবি টহল দল বেনাপোল আইসিপি প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ওই পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ লাখ ২০ হাজার ৫৮০ ভারতীয় রুপি, ২০০ ইউএস ডলার এবং ২০ হাজার ৭০০ কানাডিয়ান ডলার উদ্ধার করা হয়। উদ্ধার বিদেশি মুদ্রার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৫৯ হাজার ৭৫৪ টাকা।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল