বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ও কারাগারে প্রেরণের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠন।
অপরদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহাসড়কে অবস্থান কর্মসূচী পালন করেন।
এ সময় পুলিশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আতিকুল্যাহ পাঠান, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মো: তারিকুল ইসলাম তারুসহ চারজনকে আটক করে নিয়ে যায়।
বিডিপ্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান