দিনাজপুরে অভিযান চালিয়ে ৭ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১ পিস নেশা জাতীয় অ্যাম্পল ইঞ্জেকশন, ২০ বোতল ফেনসিডিল, ৩৫ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশের বিশেষ গোয়ান্দা শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আল-আহসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন