ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে ২৮ জন বিএনপির গ্রেফতার করা হয়েছে।
তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ