সিরাজগঞ্জের তাড়াশে ৩৯০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। তার নাম মো. সাজেদুল ইসলাম, বয়স ৩৮ বছর। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। শনিবার সকালে র্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যাপারে সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাড়াশ থানাধীন সবুজপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাজেদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও নগদ ১০৮০ টাকা উদ্ধার করা হয়।
আটক সাজেদুল উপজেলার সগুনা ইউপির সবুজপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে। আটক সাজেদুলের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ