লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নুরুল আমিন ভূঁইয়া দুলাল (মানবকন্ঠ) সভাপতি ও এম. আর. সুমনকে (ইত্তেফাক) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বার্ষিক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ আহম্মদ (সকালের খবর), আব্দুল করিম (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল পাটওয়ারী (যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক সুকান্ত মজুমদার (আমাদের অর্থনীতি), অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খবর), নির্বাহী সদস্য মাহবুবুল আলম মিন্টু (দিনকাল), মিজানুর রহমান মোল্যা (জনতা), জামশেদ কবির বাক্কিবিল্লাহ (সংবাদ) ও নজরুল ইসলাম (সংগ্রাম) নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, মিজানুর রহমান মোল্যা (জনতা), মোঃ মোস্তফা কামাল (বাংলাদেশ প্রতিদিন) ও জামশেদ কবির বাক্কিবিল্লাহ (খবর)।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল