বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এসময় পার্টি অফিসের সামনে পুলিশ পাহারা ছিল। আজ বেলা ১১টার দিকে পাঠানপাড়াস্থ দলীয় অফিসের সামনে থানা ও পৌর বিএনপির কর্মীরা সমবেত হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম সেন্টু, ফারুক হোসেন প্রমূখ। কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক এমপি মোঃ হারুনুর রশিদের সমর্থকরা এই সমাবেশের আয়োজন করে। প্রসঙ্গত, রায় ঘোষণার পর বৃহস্পতিবার ও শুক্রবার পার্টি অফিস তালাবদ্ধ ছিল। কিন্তু আজ সকালে অফিসের তালা খোলে দলের নেতারা।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল