বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভকালে পুলিশের হাতে আটক হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন। এ সময় সাথে থাকা আরো ৪ জন নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে মোক্তারপাড়া এলাকায় জেলা মহিলা দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার সামনে আসার পথে পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এসময় পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে মিছিল এগিয়ে নিতে চাইলে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত আরো চারজন হচ্ছেন জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হাফিজা ইসলাম, রেহানা তালুকদার, পারভীন আক্তার ও কর্মী মাহমুদা খাতুন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিল করে বিশৃংঙ্খলা করতে দেয়া হয় নি। তাই তাদেরকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন