বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মতো মানবদরদী। মানবসেবায় তিনি রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টকে ছাড়িয়ে গেছেন। রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য দিয়ে শেখ হাসিনা মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার জন্য তাকে মাদার অব হিউমেনিটি উপাধি দেয়া হয়েছে।
শনিবার সকালে জামালপুরে নবম যুব রেডক্রিসেন্ট ক্যাম্প উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন।
তিনি ক্যাম্পে অংশ নেয়া স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত লব্দ জ্ঞান নিয়ে মানবতার সেবায় কাজে লাগানোর আহ্বান জানান।
অধ্যাপক আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অ্যাডভোকেট বাকী বিল্লাহ, মাসুম রেজা রহিম,ছানোয়ার হোসেন ছানু, ফারহান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
জামালপুর নবম রেড ক্রিসেন্ট ক্যাম্পে জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন