নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার দুপুর ১২ টায় সোনারগাঁ শেখ ফজলুল হক উইমেনস কলেজের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
অধ্যাপক মামুন মাহমুদ ওই কলেজের প্রভাষক। গ্রেফতার পরপরই তাকে জেলা গোয়েন্দা পুলিশের দপ্তরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল জব্বার জানান, মামুন মাহমুদকে সোনারগাঁ ইউমেনস কলেজের সামনে থেকে নাশকতার প্রস্তুতির অভিযোগে আটক করা হয়েছে। অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন