জমিতে সেচ কম দিতে হয়, উৎপাদনশীলতাও বেশি ও লাভজনক হওয়ায় ধান আবাদের চেয়ে ভুট্টা চাষে ব্যাপক সাড়া ফেলেছে দিনাজপুরের ফুলবাড়ীর কৃষকদের। এবার তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশী চাষ হচ্ছে ভুট্টার। ধান ও অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায়, কম খরচে বেশি লাভের আশায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষে ঝুঁকছে কৃষকরা।
মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা চাষ থেকে এর সবকিছুই কাজে লাগে।
জানা যায়, ফুলবাড়ী উপজেলার শিবনগরন, খয়েরবাড়ী, লালপুর, দৌলতপুর, মাদিলাহাট আমডুঙ্গীহাট, কাজিহাল আলাদীপুরসহ বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উচ্চ ফলনশীল এনকে (৪০), পালওয়ান, টাইটান, ৯৮১সহ বিভিন্ন হাইব্রিড জাতের ভুট্টা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেছে।
শিবনগর ইউপির কৃষক মশিউর জানান, ভুট্টা চাষে জমিতে পানি সেচ কম দিতে হয়। সেচ সুবিধার কারণে তিনি ধান আবাদের চেয়ে ভুট্টার আবাদে অধিক আগ্রহী।
ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এটিএম হামীম আশরাফ জানান, চলতি বছরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা। মাঠ জরিপ অনুযায়ী ব্যাপক হারে ভুট্টার চাষ হয়েছে। এ বছর ২৬ হাজার ৭৫ হেক্টর জমিতে ২২ হাজার ৭শত ৩৮ মেট্রিকটন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২২হাজার ৮০ হেক্টর জমিতে ভুট্রা চাষ হয়েছে। ১৫ মার্চ পর্যন্ত আবাদ চলবে। লাভজনক এ ভুট্টার চাষ সম্প্রসারণে কৃষকদের আগ্রহী করে তোলার লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের সার বীজ ও কৃষি পুনর্বাসনসহ পরামর্শ সহায়তা দিয়ে আবাদ সম্প্রসারণ করছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন