জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখন জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
সমাবেশে বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, যদি আগামী সাত দিনের মধ্যে বেগম খালেদা জিয়াকে জামিনে ছাড়া না হয় তাহলে যমুনা সেতু বন্ধ করে দিয়ে উত্তর বঙ্গের সাথে ঢাকার সকল যোগাযোগ বন্ধ করে দেয়া হবে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল