জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে উপজেলার পলখান এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ুন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলহাজ্ব বাছির উদ্দিন, থানা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবু মো. মাসুম, আজিম সরকার, সুলতান মাহমুদ, বেলায়েত হোসেন মেম্বার, শফিকুল ইসলাম, মোগল হোসেন ও সেচ্ছাসেবক দলের আলী হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব