বগুড়ায় সন্ত্রাস, দুর্নীতি, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। আজ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
এতে আরো বক্তব্য রাখেন, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মুঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, অ্যাড. জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায় প্রমুখ। এতে মমতাজ উদ্দিন বলেন, বিএনপি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। দলে গণতন্ত্রের চর্চা না থাকলে এরকমই হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান দুজনই সাজাপ্রাপ্ত আসামি। তারপরও বিএনপি নেতারা তাদেরকেই নেতৃত্বে রাখতে চান। যে দলের নেতারা কারাগার এবং লন্ডনের সিদ্ধান্তের উপর নির্ভরশীল সে দল কখনও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। লন্ডন থেকে ফরমায়েশ জারি করে আন্দোলন পরিচালনা করা সম্ভব নয়। বিএনপির কর্মীরা এখন হতাশায় ভুগছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার